হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘূর্ণিঝড় ইয়াস: সমুদ্র উপকূলীয় এলাকায় ত্রাণ নিয়ে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলীয় এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। 
 
বৃহস্পতিবার থেকে নৌবাহিনীর এ কার্যক্রম শুরু হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 

এরই মধ্যে নৌবাহিনীর জাহাজ অদম্যের মাধ্যমে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিড়া ঘাঁট ও ভোলার মনপুরায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করেন কর্মকর্তারা। অন্যদিকে অপরাজেয় জাহাজ এর মাধ্যমে কক্সবাজার জেলার পেকুয়ায় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ৪০০ পরিবারকে খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়া হয়। 

এ ছাড়া খুলনা নৌ অঞ্চল হতে দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের পূর্ব ডাংমারী ও রিখামারী এলাকার ৩০০ পরিবার এবং মোংলা ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে রামপাল উপজেলার হুরকা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

নৌবাহিনী ঘাঁটি শের-ই-বাংলা থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া, ছনখোলা, বানাতিপাড়া, চরপাড়া এলাকার ১০০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১