হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘূর্ণিঝড় ইয়াস: সমুদ্র উপকূলীয় এলাকায় ত্রাণ নিয়ে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলীয় এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। 
 
বৃহস্পতিবার থেকে নৌবাহিনীর এ কার্যক্রম শুরু হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 

এরই মধ্যে নৌবাহিনীর জাহাজ অদম্যের মাধ্যমে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিড়া ঘাঁট ও ভোলার মনপুরায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করেন কর্মকর্তারা। অন্যদিকে অপরাজেয় জাহাজ এর মাধ্যমে কক্সবাজার জেলার পেকুয়ায় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ৪০০ পরিবারকে খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়া হয়। 

এ ছাড়া খুলনা নৌ অঞ্চল হতে দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের পূর্ব ডাংমারী ও রিখামারী এলাকার ৩০০ পরিবার এবং মোংলা ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে রামপাল উপজেলার হুরকা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

নৌবাহিনী ঘাঁটি শের-ই-বাংলা থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া, ছনখোলা, বানাতিপাড়া, চরপাড়া এলাকার ১০০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। 

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের