হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাঠগড়ায় বরখাস্ত ওসি প্রদীপের ফোনালাপ, ৩ পুলিশ প্রত্যাহার

প্রতিনিধি, কক্সবাজার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় আদালতের কাঠগড়ায় মুঠোফোনে কথা বলছিলেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। এ নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের এক কর্মকর্তাসহ তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান। 

হাসানুজ্জামান বলেন, এসটিআই শাহাব উদ্দিনসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় কাঠগড়ায় ওসি প্রদীপসহ ১৫ আসামি হাজির ছিলেন। এদিন সকালে জেলা কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় তাঁদের আদালতে হাজির করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ওসি প্রদীপকে কালো রঙের গেঞ্জি পরা দেখা যায়। তাঁকে সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করার সময় ওই পোশাকই পরা ছিলেন। 

ধারণা করা হচ্ছে, আদালত চলাকালীন এক ফাঁকে প্রদীপ মুঠোফোনে কথা বলেন। কাঠগড়ায় বসে অন্য আসামিদের আড়ালে তিনি কথা বলছিলেন। ছবির সঙ্গে গতকাল সোমবার তাঁর পরনের কাপড় ও তাঁর শরীরের মিল রয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, আদালতের এক পুলিশ সদস্য ওসি প্রদীপকে কথা বলার জন্য মুঠোফোনটি সরবরাহ করেছেন। দীর্ঘ সময় তিনি ফোনে কথা বলেছেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার