হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুকি-চিনের ইউনির্ফমের কাপড় সরবরাহ: আওয়ামী লীগের সাবেক এমপির ভাইসহ আটক চার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরিতে কাপড় সরবরাহের অভিযোগে চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুচ ছালামের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে সংসদ সদস্যের ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (২ জুন) রাতে নগরের চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামে কারাখানাটিতে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের পরিচালক তারেকুল ইসলাম, একই প্রতিষ্ঠানের কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জামানুল ইসলাম ও মো. আতিকুর রহমান। এদের মধ্যে তারেকুল সাবেক সাংসদ আবদুচ ছালামের ছোট ভাই। আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার মোট ৯ বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ছিলেন। সবশেষ তিনি ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পুলিশের ভাষ্য, আটককৃতরা কেএনএফের ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

এর আগে গত ২ মে নগরের বায়েজিদ থানা এলাকার পশ্চিম শহীদনগর তৈয়বা হাউজিং সোসাইটিতে একটি ভবনের চতুর্থ তলার একটি বাসায় সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ৩১৫ ফুট দৈর্ঘ্যের এক রোল কাপড় আটক করে বায়েজিদ থানার পুলিশ। সামরিক বাহিনীর সাদৃশ্য এই রোলের কাপড়ের পাশাপাশি ওই বাসা থেকে একটি বস্তায় থাকা নিষিদ্ধ সংগঠন কুকি-চিনের ইউনিফর্মের ছোট ছোট টুকরো কাপড়ের অংশবিশেষ পাওয়া যায়। এ ছাড়া ওই কক্ষ থেকে জেক নামে একটি কোম্পানির সেলাই মেশিন জব্দ করা হয়। পরে ৩ মে এ ঘটনায় নগরের বায়েজিদ থানায় বায়েজিদ উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ঘটনাস্থল থেকে আটক মো. নুরুজ্জামান নামে একজনকে গ্রেপ্তার এবং পলাতক তিনজনকে আসামি দেখানো হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে কুকি-চিনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন ও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্ররোচণার অভিযোগ আনা হয়েছে।

এর ধারাহিকতায় গত ১৮ মে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়াহাটে রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা এবং একই থানার মোজাফফরনগরে কারখানাটির একটি গোডাউনে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২০ হাজার ৩০০ সেট পোশাক জব্দ এবং কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।

পরে ২৬ মে অক্সিজেনের নয়ারহাটে গুদাম থেকে ১১ হাজার ৭০০ পিস ও ২৭ মে পাহাড়তলী ডিটি রোডে নূর ফ্যাশন নামে একটি কারখানা থেকে আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এ সময় নূর ফ্যাশনের মালিক মতিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যে, কয়েক দফা অভিযানে তারা ৪৭ হাজার ইউনিফর্ম জব্দ করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আছে ৯ জন।

হঠাৎ কুকি-চিনের ইউনিফর্ম জব্দের ঘটনায় শুরু থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিচ্ছেন না নগর পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।

তবে কুকি-চিনের দাবি, তাঁরা এসব পোশাক তৈরিতে জড়িত নন। সংগঠনটির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি