হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে টিনবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নির্মাণশ্রমিক নিহত

ফেনী প্রতিনিধি

ফেনী শহরতলির ফতেহপুর এলাকায় দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে টিনবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে জেলা শহরতলির ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুল গনি ইমরান (২৯)। তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানি বাড়ির আহসান উল্লাহর ছোট ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হারুনুর রশীদ। তিনি বলেন, টিনবোঝাই ট্রাক উল্টে গেলে এর নিচে চাপা পড়েন ইমরান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, আজ রাত ৮টার দিকে ফতেহপুর এলাকায় একটি টিনবোঝাই ট্রাক উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, উল্টে যাওয়া ট্রাকের টিনের নিচে চাপা পড়ে আছেন ইমরান। পরে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আহসান উল্লাহ্ বলেন, ইমরান তাঁর অসুস্থ মাকে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে ফেরার কথা ছিল। রাত ৮টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে জানান, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাৎক্ষণিক হাসপাতালে এসে তাঁর মরদেহ দেখতে পাই।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই ইমরানের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ