হোম > সারা দেশ > বান্দরবান

লেকের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে খেলাধুলা করতে গিয়ে লেকের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তাদের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে আলীকদম থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। 

ওই দুই বোন হলো সিরাজ কার্বারি পাড়ার বাসিন্দা মাহমুদ উল্লাহর মেয়ে মারুফা আক্তার (৭) ও মাহফুজা আক্তার ৪)। তারা আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারি পাড়া এলাকায় খেলাধুলা করতে গিয়ে মাছ চাষের লেকের পানিতে পড়ে ডুবে মারা যায়। 

চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব আলম নিহত দুই বোনের পরিবারের বরাত দিয়ে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে দুই বোন লেকপাড়ের আমগাছের নিচে খেলাধুলা করতে যায়। তারা বাড়ি ফিরে না আসায় খোঁজ নিতে পরিবারের লোকজন পাশের এলাকা ও লেকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রাত দেড়টার দিকে মাহফুজার মরদেহ লেকের পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে। আজ সকালে মারুফার মরদেহ পাওয়া যায়। 

আলীকদম থানার উপপরিদর্শক এনামুল হক সাংবাদিকদের কাছে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের মরদেহ গতকাল গভীর রাতে ও অপরজনেরটা আজ সকালে পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ