হোম > সারা দেশ > কক্সবাজার

আইনজীবী সহকারীকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় আইনজীবী সহকারীকে তুলে নিয়ে আটকে রেখে মারধরের ঘটনায় উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। গতকাল সোমবার ইউপি চেয়ারম্যান, পাঁচ গ্রাম পুলিশসহ ৯ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। 

আইনজীবী সহকারী হোছাইন আলী বলেন, অটোরিকশা থেকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে বেঁধে রেখে ইউপি চেয়ারম্যান তাঁকে নির্যাতন করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছিলেন, কিন্তু এর তৎপরতা না থাকায় কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আজিম উদ্দিন ও সিকদারপাড়ার শফিউল আলমদের সঙ্গে আইনজীবী সহকারীর পারিবারিক বিরোধ রয়েছে। গত ২ জুলাই সকালে অটোরিকশাযোগে আদালতে যাওয়ার পথে উত্তর ধুরুং পরিষদের সামনে থেকে চেয়ারম্যান গ্রাম পুলিশদের পাঠিয়ে তাঁকে তুলে নিয়ে পরিষদের হলরুমে আটকে রেখে নির্যাতন করেন। 

বিষয়টি আইনজীবী অ্যাসোসিয়েশনের মাধ্যমে পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে হোছাইন আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে জানতে চাইলে মামলার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আজম আজকের পত্রিকাকে বলেন, আইনজীবী সহকারীকে রাস্তা থেকে তুলে পরিষদে বেঁধে নির্যাতনের ঘটনায় কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫