হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ দিনের মধ্যে ছাত্র সংসদ গঠনের আলটিমেটাম কুবি শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

১৫ দিনের মধ্যে ছাত্র সংসদ গঠনের আলটিমেটাম দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি বাস্তবায়নে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ নামক নতুন একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বাজেট ঘাটতি ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো নিয়মিতভাবে উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।

শিক্ষার্থীরা মনে করছেন, কুবিতে এখন একটি কার্যকর ও গণতান্ত্রিক ছাত্র সংসদ (কুকসু) প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে নতুন একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম কুকসু প্রতিষ্ঠা আন্দোলন।

এ সময় শিক্ষার্থীরা পাঁচটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো–কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে ‘ছাত্র সংসদ থাকবে’—এমন ধারা অনতিবিলম্বে সংযুক্ত করতে হবে, আইনে ছাত্র সংসদের সুনির্দিষ্ট কাঠামো বর্ণনা করতে হবে, ছাত্র সংসদ প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করতে হবে, আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে এসব দাবির বাস্তবায়ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা। অন্যথায়, আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে জানান তাঁরা।

শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদ সময়ের দাবি মাত্র। আমরা প্রশাসনকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে যদি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।’

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী