হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ দিনের মধ্যে ছাত্র সংসদ গঠনের আলটিমেটাম কুবি শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

১৫ দিনের মধ্যে ছাত্র সংসদ গঠনের আলটিমেটাম দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি বাস্তবায়নে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ নামক নতুন একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বাজেট ঘাটতি ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো নিয়মিতভাবে উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।

শিক্ষার্থীরা মনে করছেন, কুবিতে এখন একটি কার্যকর ও গণতান্ত্রিক ছাত্র সংসদ (কুকসু) প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে নতুন একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম কুকসু প্রতিষ্ঠা আন্দোলন।

এ সময় শিক্ষার্থীরা পাঁচটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো–কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে ‘ছাত্র সংসদ থাকবে’—এমন ধারা অনতিবিলম্বে সংযুক্ত করতে হবে, আইনে ছাত্র সংসদের সুনির্দিষ্ট কাঠামো বর্ণনা করতে হবে, ছাত্র সংসদ প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করতে হবে, আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে এসব দাবির বাস্তবায়ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা। অন্যথায়, আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে জানান তাঁরা।

শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদ সময়ের দাবি মাত্র। আমরা প্রশাসনকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে যদি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।’

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন