হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

টিকটকে আত্মহত্যার অভিনয় করতে না দেওয়ায় শিশুর আত্মহত্যা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

টিকটক মডেলের মতো আত্মহত্যার অভিনয় করতে না দেওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আত্মহত্যা করেছে ৮ বছরের শিশু সাজ্জাদ হোসেন হিমেল। আজ শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রুমি আক্তার (৩০) ও মো. খোকন (৩৫) দম্পতির সন্তান সাজ্জাদ। মো. খোকন প্রায় তিন বছর ধরে দেশের বাইরে।

স্থানীয়রা জানান, সাজ্জাদ তার মায়ের কাছে মোবাইল ফোনের বায়না ধরেছিল। মা তাকে মোবাইল ফোন না দিয়ে ঘরে তালা দিয়ে পুকুরে গোসল করতে যান। গোসল থেকে ফিরে রুমি আক্তার দরজার তালা খুললে দেখতে পান দরজা ভেতর থেকে বন্ধ। পরে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জানালার গ্রিলের সঙ্গে সাজ্জাদের নিথর দেহ ঝুলে আছে।

সাজ্জাদের মা রুমি আক্তার জানান, গতকাল বৃহস্পতিবার সাজ্জাদ তাঁর মোবাইলে টিকটকে একটি মেয়ের আত্মহত্যার অভিনয় দেখে। সেও ওই মেয়ের মতো টিকটকে আত্মহত্যার অভিনয় করলেও মারা যাবে না বলে মাকে জানায়। পরে আজ শুক্রবার দুপুরে তিনি পুকুরে গোসল করতে যান। তার আগে শিশুটি মোবাইল ফোন দিয়ে যাওয়ার জন্য মায়ের কাছে বায়না ধরে। কিন্তু তিনি তাতে রাজি না হয়ে সাজ্জাদকে ঘরের ভেতরে রেখে বাইরে তালা দিয়ে যান। গোসল শেষে তিনি ঘরে এসে ছেলের মরদেহ ঝুলতে দেখেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তার চিকিৎসার কোনো সুযোগ পাইনি।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কারও বিরুদ্ধে শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।’ 

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল