চট্টগ্রামের বোয়ালখালীতে মো. জাবেদ হোসেন (৩৩) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বামন খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাবেদ উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ ফজল আলী বাড়ির জাফর আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বাড়িতে ইফতার করে সন্ধ্যায় জাবেদ অটোরিকশা নিয়ে বের হন। পরে আজ সকালে খালে জাবেদের মরদেহ পাওয়া যায়। তবে এখনো অটোরিকশার হদিস পাওয়া যায়নি।
এ বিষয়ে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মরদেহের চোখে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।