হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের হামলায় আহত ১ 

চুয়েট প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শেখ রাসেল হলে ছাত্রলীগের একপক্ষ কর্তৃক অপর পক্ষকে হামলায় এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত ১১টা ৫০ মিনিটের দিকে শেখ রাসেল হলে হঠাৎ শোরগোল শুরু হয়। শহীদ তারেক হুদা হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের কতিপয় ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাসহ প্রবেশ করে। এরপর হলে অনেক জোরে আওয়াজ হতে থাকে। ছাত্রলীগের কর্মীদের ছোটাছুটি করতে দেখা যায়। তার কিছুক্ষণ পরেই চুয়েট শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক উপসম্পাদক ও শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী মো. রাকিব উদ্দিন চৌধুরীর মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। 

পরে দ্রুত তাঁকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে চুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। 

আহত রাকিব উদ্দীন চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি রাতে হলেই অবস্থান করছিলাম। হঠাৎ শহীদ মোহাম্মদ শাহ হল ও শহীদ তারেক হুদা হলের ছাত্রলীগ কর্মী ১৬ ব্যাচের নিশান, রাম, রিফাত, ১৭ ব্যাচের প্রিয়ম, কাব্য, রুম্মান ও ১৮ ব্যাচের মুন্না, তৌফিক, নীরব, রাজিনসহ আরও অনেকে এসে এলোপাতাড়ি আমার ওপর হামলা করেন। একপর্যায়ে তারা আমার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে আমি আহত হই।’ 

এদিকে অভিযোগ অস্বীকার করেন শহীদ তারেক হুদা হলের ছাত্রলীগ নেতা ও চুয়েট শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান বলেন, ‘রাকিবের সকল অভিযোগ বানোয়াট ও মিথ্যে। আমাদের কোনো ছাত্রলীগ কর্মী সেখানে যায়নি।’ 

এ ছাড়া শহীদ মোহাম্মদ শাহ হলের ছাত্রলীগ কর্মী সাফকাত আর রুম্মান বলেন, ‘উক্ত হামলা কে বা কারা করেছে এ বিষয়ে আমি কিছু জানি না। আমাদের কারও দ্বারা এ কাজ হয়নি।’ 

এর আগে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন আহত হওয়ার অভিযোগ উঠে। ওই দিন বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দেওয়ার সময় এ ঘটনার ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টায় শেখ রাসেল ও তারেক হুদা হলের ছাত্রলীগের প্রায় ৫০ জন সদস্য ফুল দেওয়ার উদ্দেশ্যে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে জড়ো হন। তখন দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। 

শেখ রাসেল হলের ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করে বলেন, পুষ্পস্তবক অর্পণের সময় শহীদ তারেক হুদা হলের শিক্ষার্থী আজহারুল ইসলাম মাহমুদ মুন্না তাদের ধাক্কা দেয়। 

অন্যদিকে তারেক হুদা হলের ছাত্রলীগ কর্মীরা বলেন, ওই দিন বেলা ৩টা নাগাদ তারেক হুদা হলের আজহারুল ইসলাম মাহমুদ (মুন্না) নামক এক শিক্ষার্থীকে শেখ রাসেল হলের ক্যানটিনে মারধর করা হয়েছে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। 

অভিযোগ অস্বীকার করে শেখ রাসেল হলের ছাত্রলীগ কর্মী বলেন, ক্যানটিনে মুন্না আমাদের সকালের ঘটনাকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমরা তাকে থামানোর চেষ্টা করি। একপর্যায়ে কথা-কাটাকাটি শুরু হয়। এরপর সে তারেক হুদা হলের দিক থেকে অনেক শিক্ষার্থীকে লাঠিসোঁটা নিয়ে শেখ রাসেল হলের দিকে আসতে থাকে। তারা শেখ রাসেল হলের গেটে ভাঙচুর করারও চেষ্টা চালায়। 

হাতাহাতি বিষয়ে আজহারুল ইসলাম মাহমুদের (মুন্না) সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। 

চুয়েট ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের ঘটনার বিষয়ে বলেন, পরপর তিনবার এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। শান্ত ক্যাম্পাসে এমন ঘটনা কখনোই কাম্য নয়। আমার মনে হচ্ছে এখানে বাইরের কারও ইন্ধন থাকতেও পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সাংগঠনিকভাবে দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা করব। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ছাত্রলীগের তৃতীয় দফায় এই সংঘর্ষের ঘটনা গতকাল রাতে সংগঠিত হয়েছে ৷ বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বঙ্গবন্ধুর জন্মদিনে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে। 

এদিকে ক্যাম্পাসে এসব ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল রাতে শিক্ষার্থীদের নিরাপত্তায় রাতে হলের মেইন গেটগুলো ও হল ক্যানটিন বন্ধ রাখা হয়। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১