হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউক্রেনে ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ক্ষতিপূরণ দাবি বিএসসির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ ‘বাংলার সমৃদ্ধির’ জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বিএসসি (বাংলাদেশ শিপিং করপোরেশন)। সম্প্রতি তারা সরকারি সাধারণ বিমা করপোরেশনের কাছে এই দাবি করেছে। 

 ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ শিপিং করপোরেশন ছয়টি জাহাজ কিনে; যার মধ্যে তিনটি ওয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক বা খোলা পণ্যবাহী জাহাজ। আর এই খোলা জাহাজের একটি হচ্ছে ‘বাংলার সমৃদ্ধি’। চীন থেকে প্রায় ৩০০ কোটি টাকায় কেনার পর ২০১৮ সালে এই জাহাজটি শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয়। 

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসির) নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পীযূষ দত্ত বলেন, জাহাজটির যে পরিমাণ ইনস্যুরেন্স কভারেজ ছিল সে পরিমাণ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সকল নিয়মকানুন মেনেই আমরা বিমা দাবি করেছি। বিমা কোম্পানি প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে দাবি পরিশোধ করবে। 

সাধারণ বিমা করপোরেশনের পুনঃ বিমা বিভাগের জেনারেল ম্যানেজার ওয়াসিমুল হক আজকের পত্রিকাকে বলেন, ইউক্রেনে রকেট হামলায় পরিত্যক্ত ঘোষণা করা জাহাজ বাংলার সমৃদ্ধির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বিএসসি। তাঁদের দাবি অনুযায়ী সার্ভে করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, গত ২ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা অবস্থায় রকেট হামলার শিকার হয় শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। ওই মিসাইল হামলায় জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজটিতে কর্মরত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরে জাহাজটির ২৮ জন নাবিককে নিরাপদে সরিয়ে রোমানিয়ায় নেওয়া হয়। গত ১০ মার্চ দুপুরে তারা নিরাপদে বাংলাদেশে আনা হয়। 

সূত্র জানায়, বাণিজ্যিক এই জাহাজটি ডেনমার্কের চার্টারার ডেলটা করপোরেশনের সঙ্গে চুক্তি অনুযায়ী ভাড়া দিয়েছিল বিএসসি। বর্তমানে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করলেও যুদ্ধাবস্থায় সেটি দেখভালের জন্য কোনো ওয়াচম্যান পাওয়া যায় কিনা সেটাও খোঁজ করা হচ্ছে। যদিও এই সময় ওয়াচম্যান পাওয়া কঠিন হবে। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১