হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনীতে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলমাস উদ্দিন নয়নকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে জেলার সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার আলমাস উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি পাঁচ বছর ধরে পলাতক ছিলেন।’ 

র‍্যাব-৭ জানায়, গ্রেপ্তার আলমাস উদ্দিনের বাড়ি সদর উপজেলার পূর্ব সিলোনিয়া গ্রামে। তিনি স্থানীয় এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। পরবর্তীতে এই বিষয় ওই ছাত্রী পরিবারকে জানায়। এতে আলমাস ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাবেন বলে হুমকি দেন। 

২০১৯ সালের ৯ মার্চ কলেজ থেকে বাড়ি ফেরার পথে আলমাস ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই সময় ফেনী মডেল থানায় আলমাসসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। 

ফেনী মডেল থানা-পুলিশ ২০১৯ সালের ১৫ মার্চ ঢাকা মহানগর থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে গ্রেপ্তার আসামি আলমাস তিন মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান। 

আদালত পুলিশের প্রতিবেদন ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গত ১৩ মার্চ আসামি আলমাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

ফেনীর র‍্যাব-৭-এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা