হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় দমকা হাওয়ায় ভারী বৃষ্টি, নৌযোগাযোগ বন্ধ

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টির কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে বুধবার রাত ১২টার জোয়ারের সময় হাতিয়ার বেড়িবাঁধের বাইরে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়। নলচিরা ঘাট এলাকায় ঢেউয়ের আঘাতে বেশ কয়েকটি দোকান ভেসে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে প্রশাসনের পক্ষে ঘাটে গিয়ে নৌ-পুলিশের সদস্যরা এই আদেশ কার্যকর করেন। ফলে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে যাত্রী পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে।

নলচিরা ঘাট এলাকায় ঢেউয়ের আঘাতে বেশ কয়েকটি দোকান ভেসে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

সকাল থেকে নলচিরা ঘাটে নৌ-পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ছোট ছোট নৌযানগুলো নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকেই হাতিয়ায় আকাশ মেঘাচ্ছন্ন, মাঝেমধ্যে বৃষ্টিপাত হচ্ছে। সাগর রয়েছে উত্তাল। পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন মাছ ধরার সব ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘হাতিয়া ৩ নম্বর সতর্কসংকেতের আওতায় রয়েছে। তাই ঝুঁকি এড়াতে নৌযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।’

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই