হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় দমকা হাওয়ায় ভারী বৃষ্টি, নৌযোগাযোগ বন্ধ

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টির কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে বুধবার রাত ১২টার জোয়ারের সময় হাতিয়ার বেড়িবাঁধের বাইরে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়। নলচিরা ঘাট এলাকায় ঢেউয়ের আঘাতে বেশ কয়েকটি দোকান ভেসে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে প্রশাসনের পক্ষে ঘাটে গিয়ে নৌ-পুলিশের সদস্যরা এই আদেশ কার্যকর করেন। ফলে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে যাত্রী পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে।

নলচিরা ঘাট এলাকায় ঢেউয়ের আঘাতে বেশ কয়েকটি দোকান ভেসে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

সকাল থেকে নলচিরা ঘাটে নৌ-পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ছোট ছোট নৌযানগুলো নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকেই হাতিয়ায় আকাশ মেঘাচ্ছন্ন, মাঝেমধ্যে বৃষ্টিপাত হচ্ছে। সাগর রয়েছে উত্তাল। পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন মাছ ধরার সব ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘হাতিয়া ৩ নম্বর সতর্কসংকেতের আওতায় রয়েছে। তাই ঝুঁকি এড়াতে নৌযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।’

হাটহাজারীতে বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের আনোয়ারা: মেডিকেল বর্জ্য খালে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চট্টগ্রামে নির্বাচনী লড়াই: রক্তাক্ত রাউজানে গিয়াসই প্রার্থী

সীতাকুণ্ডে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন