হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার তিতাসে বৃদ্ধকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে নবী হোসেন (৬৪) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে তাঁর ভাতিজা আব্দুল আউয়ালকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি মো. মজিবুর রহমান বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল আউয়াল তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আবদুর রবের ছেলে ও নিহত নবী হোসেনের আপন ভাতিজা।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার এক মামলায় আবদুল আউয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিজের চাচা নবী হোসেনকে সন্দেহ করে তাঁর ওপর ক্ষিপ্ত হন আবদুল আউয়াল। পরে জামিনে বের হয়ে ২০২০ সালের ২৪ মে পরিকল্পিতভাবে নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন তিনি।

এ ঘটনায় ওই দিনই তিতাস উপজেলার কৈয়ারপাড় গ্রামের নিহত নবী হোসেনের ছেলে রাসেল (২৬) বাদী হয়ে জ্যাঠাতো ভাই আবদুল আউয়ালসহ অজ্ঞাতপরিচয় দুজনের বিরুদ্ধে মামলা করেন। তবে পুলিশ অজ্ঞাতপরিচয় দুই আসামির সন্ধান পায়নি।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি মো. মজিবুর রহমান বাহার আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল