হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার তিতাসে বৃদ্ধকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে নবী হোসেন (৬৪) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে তাঁর ভাতিজা আব্দুল আউয়ালকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি মো. মজিবুর রহমান বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল আউয়াল তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আবদুর রবের ছেলে ও নিহত নবী হোসেনের আপন ভাতিজা।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার এক মামলায় আবদুল আউয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিজের চাচা নবী হোসেনকে সন্দেহ করে তাঁর ওপর ক্ষিপ্ত হন আবদুল আউয়াল। পরে জামিনে বের হয়ে ২০২০ সালের ২৪ মে পরিকল্পিতভাবে নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন তিনি।

এ ঘটনায় ওই দিনই তিতাস উপজেলার কৈয়ারপাড় গ্রামের নিহত নবী হোসেনের ছেলে রাসেল (২৬) বাদী হয়ে জ্যাঠাতো ভাই আবদুল আউয়ালসহ অজ্ঞাতপরিচয় দুজনের বিরুদ্ধে মামলা করেন। তবে পুলিশ অজ্ঞাতপরিচয় দুই আসামির সন্ধান পায়নি।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি মো. মজিবুর রহমান বাহার আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ