খাগড়াছড়ির পানছড়িতে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সাঁওতাল পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তাদের আটক করা হয়।
জানা গেছে, ভারত সীমান্ত থেকে গাঁজা কিনে ওই দুই যুবক রাঙামাটি শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয় পুলিশ তাদের আটক করে। আটক দুই যুবক হলেন–খোকন চাকমা (২৬) ও সুফল চাকমা (১৯)। তারা উভয়েই রাঙামাটি জেলা সদরের চ্যাগাইয়া ছড়ির বাসিন্দা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুজনকে আটক করি। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানের মামলা প্রক্রিয়াধীন আছে।’