হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় চেতনানাশক দিয়ে অজ্ঞান করে বীর মুক্তিযোদ্ধার বাড়ি লুট

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় চেতনানাশক দিয়ে অজ্ঞান করে নুর ইসলাম নামের এক বীর মুক্তিযোদ্ধার বাড়ি লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নুর ইসলাম ওই গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার সকালে আশঙ্কাজনক অবস্থায় নুর ইসলাম ও তাঁর মেয়ে সুমাইয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের ভাই ব্যবসায়ী আজাদ বলেন, ‘গতকাল রাতে বাবা ও মেয়ে ছাড়া পরিবারের আর কোনো সদস্যরা বাড়ি ছিল না। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই চেতনানাশক দিয়ে তাঁদের অজ্ঞান করা হয়। পরে ঘরে থাকা আলমারি ভেঙে সবকিছু লুট করে নেয় দুর্বৃত্তরা। সকালে মেয়ের জ্ঞান ফিরে এলে তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি হার্টের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। তাঁর নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাঁর মুখ থেকে বের হওয়া লালায় ঝাঁজালো গন্ধ পাওয়া গেছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মানছুর উদ্দিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম ও তাঁর মেয়েকে স্বজনেরা আজ সকালে হাসপাতালে আনেন। তাঁদের দুজনকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করা হয়েছে। শাসকষ্ট দেখা দেওয়ায় নুর ইসলামকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর মেয়ের অবস্থা তুলনামূলকভাবে শংকামুক্ত হলেও এখনো তিনি কথা বলতে পারছে না।’

এ নিয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘এ ঘটনা শোনার পর ওই বীর মুক্তিযোদ্ধার বাড়ি গিয়ে পরিস্থিতি দেখে এসেছি। ঘটনার সঙ্গে জড়িত দলটিকে চিহ্নিত করতে আমাদের টিম কাজ করছে।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট