হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে স্ত্রীর বাঁশের আঘাতে স্বামীর মৃত্যু, আটক ৩ 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রীর বাঁশের আঘাতে আবুল বাশার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ স্ত্রী কোহিনুর বেগম, মেয়ে রাফা (১৫) ও পুত্রবধূ দিফাকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আজ মঙ্গলবার উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের ওয়ারেছ পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত আবুল বাশার ফতেহপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে ও তিনি দীর্ঘ দিন সৌদি আরব ও ওমান প্রবাসী ছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আশা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, কন্যা ও পুত্রবধূকে আটক করা হয়েছে।’ 

প্রতিবেশীরা জানান, প্রবাসী আবুল বাশার ৫ / ৬ বছর আগে ওমান থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর একই বাড়ির বিল্লাল হোসেন দিলুর সঙ্গে স্ত্রীর পরকীয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ লেগেই থাকত। এ নিয়ে সংসারে ঝগড়াঝাঁটি নিয়মিত হতো বলে জানান বাড়ির লোকজনও। 

আবুল বাশারের ভাতিজা মো. বাহার বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে স্ত্রী কোহিনুর বেগম স্বামী আবুল বাশারকে পাশের বাড়ি থেকে ধান আনতে বলায় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে স্ত্রী–স্বামীকে বাঁশ দিয়ে আঘাত করেন। আঘাতে আবুল বাশার জ্ঞান হারিয়ে ফেলেন। আহতাবস্থায় আবুল বাশারকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি