হোম > সারা দেশ > নোয়াখালী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো আবারও ঐক্যবদ্ধ হতে হবে: শাহজাহান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর মফিজ প্লাজার সামনে বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির আয়োজনে পথসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান । ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘এই রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর মানুষ ভেবেছিল, তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে। কিন্তু সেই আশা ধরে রাখা সম্ভব হয়নি। আমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ এটাকে বড় করে দেখছেন, কেউ ছোট করে। তবে আমি মনে করি, এই মতপার্থক্য দূর করা কঠিন কিছু নয়। আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতোই আবারও ঐক্যবদ্ধ হতে হবে।’

বুধবার সন্ধ্যায় নোয়াখালীর মফিজ প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান বলেন, ‘রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া উপায় নেই। আর তখনই রাষ্ট্র প্রকৃত অর্থে জনগণের হবে।’

বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করে না, বিএনপি জনগণের রাজনীতি করে। আওয়ামীবিরোধী আন্দোলনে আমাদের দলের নেতা–কর্মীরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তাঁদের কাছে দায়বদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। আমরা চাই, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’

নেতা-কর্মীদের উদ্দেশে শাহজাহান বলেন, ‘আপনাদের আবেগ ও ভালোবাসাপূর্ণ উপস্থিতির জন্য সদর ও সুবর্ণচর উপজেলার সব নেতা–কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান আমি কখনো দিতে পারব না, তবে আজীবন জনগণের পাশে থাকার চেষ্টা করব।’

পথসভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২