হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্যবসায়ী নাছির উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সারা দেশ, চট্টগ্রাম

প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন আর নেই। আজ সোমবার ব্যাংককের সামিতি বিজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

নাছির উদ্দীনের মরদেহ আগামী বুধবার ব্যাংকক থেকে আকাশপথে সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। চট্টগ্রাম শহর ও নিজ গ্রামে তিন দফা জানাজা শেষে তাঁকে ছলিমপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানানো হয়েছে। 

বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দিনের। তাঁর বাবার নাম আলহাজ আবদুল জলিল এবং মা আলহাজ আমিনা খাতুন। চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ১৯৫০ সালের ৫ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ছলিমপুর ইউনিয়নের দক্ষিণ ছলিমপুর গ্রামে নাছির উদ্দিনের জন্ম। 

বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) চেয়ারম্যান, বিজিএমইএর সম্মানিত সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। ব্যবসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে বিজনেস পারসন অব দ্য ইয়ার, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি মর্যাদাসহ জাতীয় রপ্তানি পুরস্কার পেয়েছেন ১২ বার। 

নাছির উদ্দিন পারিবারিক সূত্রে তিনি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। প্রথমে নতুন আঙ্গিকের ব্যবসা—স্টিল তৈরি, সিরামিক শিল্প এবং জাহাজ ভাঙা শিল্পের ব্যবসা শুরু করেন। ১৯৮৪ সালে এনজেডএন গার্মেন্টস, এনজেডএন ফ্যাশন ওয়্যার এবং ডায়মন্ড ফ্যাশন ওয়্যার (প্রাইভেট) লিমিটেড নামে তিনটি পোশাক শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে গার্মেন্টস শিল্পে পদার্পণ করেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৩৫ হাজার জনবল রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে উৎপাদিত পোশাক বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত