হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্যবসায়ী নাছির উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সারা দেশ, চট্টগ্রাম

প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন আর নেই। আজ সোমবার ব্যাংককের সামিতি বিজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

নাছির উদ্দীনের মরদেহ আগামী বুধবার ব্যাংকক থেকে আকাশপথে সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। চট্টগ্রাম শহর ও নিজ গ্রামে তিন দফা জানাজা শেষে তাঁকে ছলিমপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানানো হয়েছে। 

বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দিনের। তাঁর বাবার নাম আলহাজ আবদুল জলিল এবং মা আলহাজ আমিনা খাতুন। চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ১৯৫০ সালের ৫ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ছলিমপুর ইউনিয়নের দক্ষিণ ছলিমপুর গ্রামে নাছির উদ্দিনের জন্ম। 

বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) চেয়ারম্যান, বিজিএমইএর সম্মানিত সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। ব্যবসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে বিজনেস পারসন অব দ্য ইয়ার, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি মর্যাদাসহ জাতীয় রপ্তানি পুরস্কার পেয়েছেন ১২ বার। 

নাছির উদ্দিন পারিবারিক সূত্রে তিনি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। প্রথমে নতুন আঙ্গিকের ব্যবসা—স্টিল তৈরি, সিরামিক শিল্প এবং জাহাজ ভাঙা শিল্পের ব্যবসা শুরু করেন। ১৯৮৪ সালে এনজেডএন গার্মেন্টস, এনজেডএন ফ্যাশন ওয়্যার এবং ডায়মন্ড ফ্যাশন ওয়্যার (প্রাইভেট) লিমিটেড নামে তিনটি পোশাক শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে গার্মেন্টস শিল্পে পদার্পণ করেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৩৫ হাজার জনবল রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে উৎপাদিত পোশাক বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি