হোম > সারা দেশ > কুমিল্লা

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই বিভাগের শিক্ষককের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে লোকপ্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ও দুপুর ২টার দিকে কলা অনুষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

হামলার শিকার দুই শিক্ষক হলেন–লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. মোর্শেদ রায়হান হিমু। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কীভাবে একজন শিক্ষক আরেক শিক্ষকের ওপর হামলা চালায়। এরকম অমানবিক কর্মকাণ্ডের জন্য সুষ্ঠু বিচার চাওয়া হয়। 

মানববন্ধনে আরেক শিক্ষার্থী বলেন, ‘মানুষের ভেতর রাগ বিদ্বেষ থাকতে পারে। কিন্তু তাই বলে একজন শিক্ষক আরেক শিক্ষকের ওপর হামলা করতে পারে না। অনাকাঙ্ক্ষিত হামলার নিন্দা ও বিচার দাবি করছি।’ 

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজ কার্যালয়ে প্রবেশ করতে গেলে শিক্ষক সমিতির বাধা দেয়। তখন ছাত্রলীগ, শিক্ষক, উপাচার্যের ত্রিমুখী ধাক্কাধাক্কি ও দস্তাদস্তি হয়। সে সময় ধাক্কাধাক্কিতে আঘাত পান প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মোর্শেদ রায়হান হিমু, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লতাসহ আরও অনেকে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়