হোম > সারা দেশ > কুমিল্লা

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই বিভাগের শিক্ষককের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে লোকপ্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ও দুপুর ২টার দিকে কলা অনুষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

হামলার শিকার দুই শিক্ষক হলেন–লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. মোর্শেদ রায়হান হিমু। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কীভাবে একজন শিক্ষক আরেক শিক্ষকের ওপর হামলা চালায়। এরকম অমানবিক কর্মকাণ্ডের জন্য সুষ্ঠু বিচার চাওয়া হয়। 

মানববন্ধনে আরেক শিক্ষার্থী বলেন, ‘মানুষের ভেতর রাগ বিদ্বেষ থাকতে পারে। কিন্তু তাই বলে একজন শিক্ষক আরেক শিক্ষকের ওপর হামলা করতে পারে না। অনাকাঙ্ক্ষিত হামলার নিন্দা ও বিচার দাবি করছি।’ 

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজ কার্যালয়ে প্রবেশ করতে গেলে শিক্ষক সমিতির বাধা দেয়। তখন ছাত্রলীগ, শিক্ষক, উপাচার্যের ত্রিমুখী ধাক্কাধাক্কি ও দস্তাদস্তি হয়। সে সময় ধাক্কাধাক্কিতে আঘাত পান প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মোর্শেদ রায়হান হিমু, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লতাসহ আরও অনেকে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ