হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে বাড়ছে ৩০ শতাংশ ট্যারিফ, জানালেন নৌ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ শতাংশ ট্যারিফ বা শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হচ্ছে। প্রায় ৩৮ বছর পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবশ্যই একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। আন্তমন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এই ট্যারিফ বাড়ানো হয়েছে। এতে রাজস্ব আয় বাড়বে, তবে আমদানি-রপ্তানিতে খরচ বাড়বে ব্যবসায়ীদের।

সাখাওয়াত জানান, সরকার চায় চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে। এই বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটরকে পরিচালনার ভার দিতে হবে। তবে বন্দরের সার্বিক কার্যক্রম ও নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে। এ নিয়ে অপপ্রচার না ছড়াতে সবাইকে পরামর্শ দেন তিনি।

উপদেষ্টা বলেন, বন্দরের আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। তবে এতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে না।

সাখাওয়াত জানান, ৭ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সাইফ পাওয়ার টেক থেকে নিয়ে নৌবাহিনীকে দেওয়া হয়। এরপর সেখানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ১৩ শতাংশ। প্রতিদিন গড়ে ৩ হাজার ২০০ একক কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে।

উপদেষ্টা এর আগে বন্দরের কনটেইনার টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা নৌ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক