হোম > সারা দেশ > কক্সবাজার

মালয়েশিয়ার কথা বলে ১০ দিন সাগরে ঘুরিয়ে তাঁদের নামানো হলো ইনানী বিচে   

কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে স্বপ্নের দেশ মালয়েশিয়া নেওয়ার কথা বলে একদল রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতে নামিয়ে দিয়েছে দালাল চক্র। প্রায় ১০ দিন আগে তাঁদের টেকনাফ সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলারে তোলা হয়েছিল। চক্রটি তাঁদের বঙ্গোপসাগরে ভাসিয়ে আজ সোমবার ভোরে মালয়েশিয়া পৌঁছেছে বলে সেখানে নামিয়ে দেয়। খবর পেয়ে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন।

আটক রোহিঙ্গারা জানান, তাঁরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ক্যাম্পের শরণার্থী। দালালদের মাধ্যমে তাঁরা মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন। দালালেরা তাঁদের ট্রলারটি গভীর সমুদ্রে ভাসিয়ে দিয়ে সটকে পড়ে।

স্থানীয়রা জানান, আজ ভোরে প্রায় শতাধিক রোহিঙ্গা সৈকত থেকে লোকালয়ে আসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এর মধ্যে অন্তত ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যান। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ২৬ জনকে আটক করে।

উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আটক খুরশিদা বেগম (২৪) জানান, মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে টেকনাফ থেকে ট্রলারে রওনা দেওয়ার পথে মিয়ানমারের নৌবাহিনী বাধা দেয়। সেখান থেকে ট্রলারের মাঝি গভীর সাগরের দিকে চলে আসে এবং ১০ দিন সাগরে ঘুরিয়ে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে তাঁরা পালিয়ে যান।

এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক