হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নিখোঁজের এক দিন পর পুকুরে ভেসে উঠল ২ শিশুর লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের এক দিন পর পুকুরের ভেসে উঠল আরাফাত খাঁ ও সামির নামে দুই শিশুর লাশ। আজ সোমবার উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা উভয়ে পরিবারের সঙ্গে সাটিরপাড়া দক্ষিণ গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। 

আরাফাত খাঁ (৯) উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গ্রামের এনাম খাঁর ছেলে এবং সামির (৮) একই উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রেজুয়ান আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুই গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। রাতে উপজেলা ও আশপাশ এলাকায় মাইকে প্রচার চালানো হয়। আজ সকালে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।’ 

রেজুয়ান আরও বলেন, ‘মারা যাওয়া একটি শিশু স্থানীয় বাসিন্দা এবং আরেকটি শিশু পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের। সে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।’ 

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুর মরদেহ পানি থেকে উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’