রাঙামাটির লংগদু উপজেলা আজকের পত্রিকার প্রতিনিধি মো. ওমর ফারুক মুছা মারা গেছেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ওমর ফারুক মুছা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এ জন্য তিনি তিন-চারবার হাসপাতালে আইসিইউতে ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শওকত আকবর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে দুপুরের দিকে তিনি মারা যান।
আগামীকাল শুক্রবার বাদ জুমা লংগদু উপজেলার মাইনীমুখ বাজার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। লংগদু প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোকাহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে সাংবাদিক ওমর ফারুক মুছার মৃত্যুতে লংগদু প্রেসক্লাবসহ রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।