হোম > সারা দেশ > নোয়াখালী

ক্ষমতায় আসতে পারবে না জেনে তারা অন্য পরিকল্পনা করছে: মোজাম্মেল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘যাদের কাছে এতিমের টাকা নিরাপদ নয়। যারা এতিমের টাকা আত্মসাৎ করে তাদের কাছে দেশের ১৭ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না। তারা ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে এখন অন্য পরিকল্পনা করছে। তারা ক্ষমতায় ছিল ২৯ বছর। আমরা ছিলাম ২২ বছর। কোন সময়ে দেশে উন্নয়ন বেশি হয়েছে তা সবাই জানে।’ 

আজ শুক্রবার সকালে নোয়াখালী হাতিয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘হাতিয়ার মানুষের প্রধান সমস্যা নদী ভাঙন। করোনা মহামারির কারণে এই সমস্যা সমাধান হয়নি। আমি আশা করি আগামী নির্বাচনের আগে দ্রুত এই নদী ভাঙন সমস্যা সমাধান হবে।’ এ জন্য শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। 

সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ অধ্যাপক ওয়ালী উল্যা, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম খান, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক নুরুল আফছার রাহাদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহি উদ্দিন মুহিন, শ্রমিক লীগ সভাপতি আল আমিন ও ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক। 

সমাবেশে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১০ হাজার মানুষ সমাবেত হয়। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁরা সমাবেশ স্থলে এসে উপস্থিত হন। এর আগে তিনি উপজেলা সদরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেন। তিন কোটি টাকা ব্যয়ে সরকার মুক্তিযোদ্ধাদের জন্য তিন তলা বিশিষ্ট এই ভবন নির্মাণ করেন। মন্ত্রী হেলিকপ্টারে এসে বিকেলে আবার একই ব্যবস্থায় ঢাকায় ফিরে যান।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ