হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মেঘনায় নিষিদ্ধ জালসহ ১৪ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ ধরার অভিযোগে ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। আজ শনিবার সদর উপজেলার মেঘনা নদীর মিনি কক্সবাজার এলাকা থেকে এসব জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা এবং দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আটক জেলেরা হলেন চাঁনদু ভূঁইয়া (২৫), সুরুজ ভূঁইয়া, (২৮), ইকবাল ভূঁইয়া (১৯), ইয়াছিন ছৈয়াল (২২), মো. ইব্রাহিম খলিল (২০), জলিল সিকদার (৬০), শাহজাহান খাঁন (৬২), নুর ইসলাম কবিরাজ (৩৮), মহন হাওলাদার (২৭), ফারুক মিয়া (২৩), মান্নান খাঁন (৬৫), রমজান শেখ (২৫), জহির কবিরাজ (১৩) ও রিয়াদ (১৩)। জেলেদের বাড়ি সদর উপজেলার ইব্রাহীমপুর ও চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। 

ওসি কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসইন ও সঙ্গীয় ফোর্স মেঘনা নদীর সদর উপজেলার মিনি কক্সবাজার এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় এসব জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের সঙ্গে থাকা দুই হাজার ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।’ 

তিনি বলেন, ‘আটক জেলেদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইন থানায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং নৌকাগুলো মামলার আলামত হিসেবে থানা-হেফাজতে আছে।’

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি