হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি সংবাদদাতা

মো. রমজান আলী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. রমজান আলী (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে তাঁর কাছে থাকা টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ভূজপুর ইউনিয়নের রাবার ড্যামের পশ্চিম পাশে রঈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. রমজান আলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মোয়াজ্জমপাড়ার গনি মেম্বার বাড়ির হারুনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাবার ড্যাম এলাকায় কুলিং কর্নার ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাবার ড্যাম এলাকায় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত গুলি করে তাঁর কাছে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান বলেন, তিনি (রমজান) দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা পায়ে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হককের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। পরে সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজকে ফোন করা হলে তিনিও সাড়া দেননি।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার