হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাসের ধাক্কায় পুলিশের পিকআপ ভ্যান উল্টে ১৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় শিল্প পুলিশদের বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে ১৩ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টায় পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড়ে পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান শনিবার আজকের পত্রিকাকে বলেন, পুলিশের পিকআপ ভ্যানটি সাগরিকা মোড় অতিক্রম করছিল। এমন সময় অলঙ্কারগামী ১১ নম্বর রুটের একটি দ্রুতগামী বাস পিকআপ ভ্যানের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এই ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের রক্ত দিতে হয়েছে।

নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের উপপরিদর্শক মনির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরিকায় আমাদের নতুন একটি পুলিশ লাইন হয়েছে। সেখানে প্রশিক্ষণ শেষে একটি পিকআপ ভ্যানে পুলিশ সদস্যরা খুলশী লাইনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। সাগরিকা মোড়ে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন আহত হন। এদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার