প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম)
চট্টগ্রামের চন্দনাইশে পানিতে ডুবে ১৫ মাস বয়সী শিশু মুনতাসিরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাশিমপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
মুনতাসির ওই এলাকার সিএনজি ট্যাক্সি চালক সাইফুদ্দিনের ছেলে।
জানা যায়, শিশু মুনতাসির দুপুরে রাস্তা থেকে মায়ের অসতর্কতায় পুকুরের পানিতে পড়ে যায়। পানি থেকে তুলে তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।