হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় করিম হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় আব্দুল করিম হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ–৩ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সেলিম মিয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মজনু মিয়া ও কবির মিয়া। রায় ঘোষণার সময় তাঁরা পলাতক ছিলেন। দুজনের বাড়ি কুমিল্লা হোমনা উপজেলার বাগমারা পশ্চিমপাড়া গ্রামে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ জুলাই বিকেলে মজনু মিয়া এবং কবির মিয়া বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল করিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁকে হত্যা করে তিতাস নদীর পূর্ব পাড়ে ফেলে দেয়। স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে ২ আগস্ট দুপুরে তাঁর লাশ খুঁজে পায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ৬ জন নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সেলিম মিয়া বলেন, চারজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর দুজন আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। রায়ের সময় আসামিরা পালাতক ছিলেন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল