হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে ৪ দিন ধরে নিখোঁজ যুবক, দুশ্চিন্তায় পরিবার   

কক্সবাজার প্রতিনিধি

বাড়ি থেকে ১০ মিনিটের জন্য বের হয়ে চার দিনেও ফেরেনি জয় হোড় (২৫) নামের এক যুবক। নিখোঁজ যুবকের সন্ধানে তাঁর পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তর, আদালতসহ সম্ভাব্য সবখানে খোঁজ নিয়েও ব্যর্থ হয়েছে। এর মধ্যে কেউ মুক্তিপণও দাবি করেনি। নিখোঁজ জয় কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল গ্রামের অজিত হোড়ের ছেলে। 

এ ঘটনায় ৩০ জুলাই জয়ের পিতা অজিত হোড় রামু থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জয় পেশায় জয় হোড় ইলেকট্রিশিয়ান। বাড়ির পাশের একটি দোকানে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। 

বৃদ্ধ অজিত হোড় (৬৪) বলেন, গত ২৯ জুলাই রাত ১০টার দিকে দশ মিনিটের জন্য জয় ঘর থেকে বের হয়। ঘণ্টা পার হলেও ঘরে না ফেরায় তাঁর মোবাইলে কয়েক বার ফোন করি। রাত পৌনে ১১টার দিকে একবার ফোন ধরে একটা অনুষ্ঠানে আছি বলে ফোন কেটে দেয়। এতে আরও সন্দেহ বাড়ে। 

অজিত বলেন, ‘ফোন ধরলেও ওই কণ্ঠ আমার ছেলের বলে মনে হয়নি। তাই এর পরে ছেলের নম্বরে আরও কয়েকবার ফোন করি, ফোন ধরে না। রাত পৌনে দুইটা থেকে ফোন বন্ধ পাওয়া যায়।’

এরই মধ্যে থানা-পুলিশ, র‍্যাব কার্যালয়, গোয়েন্দা পুলিশসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেওয়া হয়েছে। কেউ মুক্তিপণও দাবি করেনি বলে জানান অজিত হোড়। 

জয় নিখোঁজের খবরটি ছড়িয়ে পড়লে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনসহ অনেকেই তাঁর সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। উপার্জনক্ষম একমাত্র ছেলের সন্ধান না পেয়ে অজিত হোড়ের পরিবারে চলছে আহাজারি ও দুশ্চিন্তা। ছেলের খোঁজ নিতেই কান্নায় ভেঙে পড়ছেন জয়ের মা শৈল বালা হোড় (৫৩)। 

পরিবারের সদস্যরা বলছেন, জয় পরিবারের একমাত্র ছেলে। তিন দিন ধরে শৈল বালা মুখে দানাপানি নেননি। বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। এখন সে কী বেঁচে আছে, না মারা গেছে কেউ নিশ্চিত হতে পারছে না। 

জয়ের সঙ্গে কারও কোনো বিরোধ নেই বলে জানান বোন কলি হোড় (১৯)। তিনি বলেন, তাঁর কোনো বদ অভ্যাসও নেই। ভাইকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতা চান তিনি। 

প্রতিবেশী জিয়াউর রহমান সেলিম বলেন, জয় খুব শান্তশিষ্ট ছেলে। কোনো দিন তার সম্পর্কে খারাপ কিছু শোনা যায়নি। আর পরিবারটিও এমন সচ্ছল নয় যে, মুক্তিপণের আশায় কেউ তাকে অপহরণ করবে। কী কারণে সে নিখোঁজ বুঝে উঠতে পারছি না। 

জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অবগত হওয়ার পর নিখোঁজ যুবকের সন্ধানে আন্তরিকভাবে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে সব থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। নিখোঁজ যুবকের মোবাইলের শেষ লোকেশন উত্তর ফতেখাঁরকুল দেখিয়েছে। সেখানে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে।’

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি