হোম > সারা দেশ > চট্টগ্রাম

তাজা চা–এর সেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিজ্ঞাপনে পার্বত্য জেলা বান্দরবানকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় ইউনিলিভারের একটি বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার ইউনিলিভারের তাজা চা-এর বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে সব টেলিভিশন এবং জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনগুলোকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে তথ্য অধিদপ্তর।

সেখানে বলা হয়েছে, ‘আমার কাজটি করে না দিলে তোমাকে ওভার নাইট বান্দরবান পাঠিয়ে দিব’ বিজ্ঞাপনে বান্দরবান জেলা খারাপ জায়গা, দুর্গম এলাকা, বসবাসের অনুপযুক্ত ইত্যাদি চিহ্নিত হওয়ায় এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হলো।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এই বিজ্ঞাপনের প্রচার বন্ধের সুপারিশ করা হয় বলে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, `বিজ্ঞাপনটি মূলত টিভিতে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে। টিভির পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনেও এ ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়। এ জন্য আমরা টিভি ও দৈনিক পত্রিকার অনলাইনগুলোকে এই বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ জানিয়েছি।'

তথ্য অধিদপ্তরের চিঠিতে বিজ্ঞাপনের একটি বাক্য জুড়ে দেওয়া হলেও সেটি কোন কোম্পানির, তা বলা হয়নি। তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিজ্ঞাপনটি ইউনিলিভারের তাজা চা-এর।

বিজ্ঞাপনে দেখা যায়, একজন ব্যক্তি তাঁর ভাতিজার চাকরির হচ্ছে কি না, সেই খোঁজ নিতে একটি অফিসে যান। এ সময় তিনি একজন নারী কর্মকর্তাকে সেই তথ্য জানাতে বলেন। কিন্তু ওই নারী কর্মকর্তা বিষয়টিকে গোপনীয় বলে জানানো যাবে না বলে জানান। এ সময় ওই ব্যক্তি বলেন, ‘আমার ভাতিজার চাকরি যদি না হয়, আপনারে ওভার নাইট বান্দরবান পাঠায় দেব।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত