হোম > সারা দেশ > চট্টগ্রাম

র‍্যাগ ডের কমিটি নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে র‍্যাগ ডে আয়োজনের কমিটি নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যম্পাসে কয়েক দফায় এ ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি হয়। এ ঘটনায় তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ গ্রুপের কয়েকজন র‍্যাগ ডে আয়জনের বিষয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে কথা বলতে ক্যাম্পাসে আসে। এ সময় বোরহান গ্রুপের সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শাহাদাত হোসেন সিনান (২০) নামে এক ছাত্রলীগ কর্মী মাথায় আঘাত পান। আহত অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ ঘটনায় জোনায়েদ (২০) ও আরিফ (২১) নামে আরও দুজন সামান্য আহত হন। 

মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন বলেন, কলেজে র‍্যাগ ডে করা নিয়ে জুনিয়রদের দুটি গ্রুপের মধ্যে কিছুটা বাগ্‌বিতণ্ডা হয়েছে। পরে আমরা এসে বিষয়টি সমাধান করে দিয়েছি। এই করোনা পরিস্থিতির মধ্যে যাতে র‍্যাগ ডে না করে তা আমরা তাঁদের বুঝিয়েছি। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে বলেন, মূলত র‍্যাগ ডে করার কমিটি নিয়ে তাঁদের মধ্যে মারামারি হয়। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১