হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ উপনির্বাচন: ভোটার উপস্থিতি কম 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। সরেজমিন দুটি কেন্দ্রে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত মাত্র ১০ শতাংশ ভোট পড়েছে। তবে সকালের দিকে কয়েকটি কেন্দ্রে কিছু ভোটার উপস্থিতি ছিল।

বোয়ালখালীর উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২১০টি। এখানে ভোটার ২ হাজার ১০০ জন। যা ভোট দিয়েছেন, তাও সকালে। বেলা ১১টার দিকে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা আর পুলিশ ছাড়া ভোটারদের দেখা মেলেনি।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দক্ষিণ সারয়োতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২৬৬টি। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯০৯ জন। দুপুর ১২টায় কোনো ভোটারের উপস্থিতি দেখা মেলেনি।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ এইচ এম সিরাজুল মুস্তাকিম বলেন, সকালের দিকে কিছু ভোটার ছিল। দুপুর ১২টা পর্যন্ত ২৬৬ জন ভোটার ভোট দিয়েছেন। 

তবে কয়েকটি কেন্দ্রে সকালের দিকে ভোটারের উপস্থিতি দেখা গেছে। সকালে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন ছিল। সকাল ৮টায় এই কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে ভোট দিতে আসেন। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ এই কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডে আমিরুন্নেছা প্রাইমারি অ্যান্ড কিন্ডারগার্টেন কেন্দ্র, করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালের দিকে ভোটার থাকলেও বেলা যত গড়িয়েছে, ভোটারের উপস্থিতি তত কমেছে।

বোয়ালখালী আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর সমর্থকেরাও রয়েছেন মাঠে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। এছাড়া ৩ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র‍্যাব মোতায়েন করা হয়েছে।

এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ