হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) বিকেলে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আক্তারের বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বাঁশখালীর চাম্বল এলাকার ছৈয়দ নূর (৩৬), বৈলছড়ির নার্গিস আক্তার (৩৬) ও ফখরুদ্দিন (২৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তৈলারদ্বীপ এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিকেলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়ার খবর পেয়েছি।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫