হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ২ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে ডবলমুরিং এলাকায় ৬ বছর আগে ব্যবসায়ী জালাল উদ্দিন সুলতান হত্যার ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামে চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরীফুল আলম ভুঁইঞা এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কামাল হোসেন ও মো. রাসেল। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন লিলু আক্তার রিনা ও সুরমা আক্তার। এদের মধ্যে কামাল হোসেনের স্ত্রী লিলু আক্তার পলাতক রয়েছেন। বাকি তিন আসামি রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

 ২০১৬ সালের ১৯ নভেম্বর ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা জালাল উদ্দিন সুলতানকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ বস্তাবন্দী করে বাংলাদেশ ব্যাংক কলোনির একটি নালার পাশে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় নিহতের ছেলে ইমাজ উদ্দিন সুলতান ফরহাদ বাদী হয়ে পরদিন ২০ নভেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা করেন।

চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নোমান চৌধুরী বলেন, ‘এই হত্যাকাণ্ডের ঘটনায় আসামিরা সবাই ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই মামলায় ৩২ জন সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষী উপস্থাপন করেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি লাশ গুমের অভিযোগে আসামিদের প্রত্যেককে ২০১ ধারায় ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই আসামি নারী হওয়ায় বিচারক তাঁদের মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ২৮ মে চারজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, আসামি কামাল হোসেনের সঙ্গে জালাল উদ্দিনের দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই সূত্রে হত্যাকাণ্ডের দিন কামাল ফোন করে জালাল উদ্দিনকে মাদারবাড়ির ২ নম্বর রোডে নিজের বাসায় ডেকে নেন। সেখানে জালাল উদ্দিন আসামি সুরমা আক্তারের সঙ্গে কিছু অন্তরঙ্গ সময় কাটায়। পূর্ব পরিকল্পনা অনুসারে এই ঘটনাকে পুঁজি করে কামাল হোসেন টাকা দাবি করে। পরে ভবিষ্যতে ক্ষতি হতে পারে এই আশঙ্কায় আসামিরা জালাল উদ্দিনকে শ্বাস রোধ ও আঘাত করে হত্যা করেন।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ