হোম > সারা দেশ > চট্টগ্রাম

অটোরিকশাও চলতে দেননি পরিবহন শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে পরিবহন শ্রমিকেরা। আজ শনিবার নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে সিএনজি অটোরিকশাও চলতে দেননি তাঁরা। ফলে অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

টাইগারপাস মোড়ে দেখা যায়, বাস শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। ওই সড়ক দিয়ে যেসব সিএনজি অটোরিকশা গেছে, সবই আটকে দেন। কোনো কোনো অটোরিকশার চাবিও কেড়ে নেওয়া হয়। 

এদিকে বাস ছাড়া, যেসব পরিবহন চলাচল করেছে, তাঁরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করেছে। সিএনজি অটোরিকশায় আগে যে গন্তব্যে যেতে ১০০ টাকা ভাড়া ছিল, তা এদিন ২০০ টাকা ছিল। রিকশা ভাড়াও ছিল দ্বিগুণ। 

কাজীর দেউড়ি থেকে আগ্রাবাদ যেতে এক ঘণ্টার মতো অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী শামিম হোসেন। দ্বিগুণ টাকা দিয়েও সিএনজি অটোরিকশা পারছিলেন না। পরে রিকশা করে ৮০ টাকার ভাড়া, ১৫০ টাকায় যেতে হয় তাঁকে। 

ক্ষোভ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। সবকিছুর দামতো বাড়লই সঙ্গে পানির দামও বাড়িয়েছে। খেয়ে না খেয়ে বেঁচে থাকা ছাড়া কোনো উপায় নেই। রাষ্ট্র ঠিক না থাকলে, প্রত্যেকটা সেক্টর এ রকমই তো হবে। 

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম বলেন, রোববার থেকে বাস চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি। বাস মালিকেরা বাস চালাচ্ছে না। তাই সরকারের কাছে আহ্বান তেলের দাম স্বাভাবিক রাখুন। 

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, টাইগারপাস মোড়ে পরিবহন শ্রমিকেরা দেড় ঘণ্টা মতো অবরোধ করে রাখেন। পরে বুঝিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত