চট্টগ্রামের রাউজানে সড়কের পাশের ঝোপ থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণীর বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর। তাঁর পরনে সাদা কামিজ, প্যান্ট এবং গলায় লাল রঙের ওড়না দিয়ে প্যাঁচানো ছিল।
আজ শনিবার রাউজান-নোয়াপাড়া সেকশন টু সড়কের পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন রঘুনন্দন চৌধুরী হাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় এক সিএনজি চালক ওই তরুণীর মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ওই তরুণীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনেরও চেষ্টা চলছে। পরিচয় পাওয়া যাক বা না যাক মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (রাউজান রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, ‘আমরা এখনো ঘটনাস্থলে আছি। লাশ সুরতহাল করা হচ্ছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।