হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে সোডার নামে মদের চালান আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে আবারও মদের একটি চালান আটক করা হয়েছে। সোডা অ্যাশ লাইট নামে আমদানি করা একটি চালানে এসব মদ ছিল। বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে ৪০ ফুট কনটেইনারটি ফোর্স কিপ ডাউন ও কায়িক পরীক্ষায় এই মদের চালান ধরা পড়ে।

আজ বৃহস্পতিবার বন্দর ও কাস্টমসের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকার বংশালের হাজি আবদুল্লাহ সরকার লেনের বিসমিল্লাহ করপোরেশনের নামে এফসিএল কনটেইনারটি বন্দরে আসে। আজ রিপোর্টটি লেখা পর্যন্ত কাস্টমসের কর্মকর্তারা অবৈধ মদ আনা এফসিএল কনটেইনারটির মদের পরিমাণ নিরূপণের চলছে।

এর আগে গত বছরের ২২ জুলাই চট্টগ্রাম বন্দর থেকে দুটি মদের চালান খালাস করে নিয়ে যায় একটি চক্র। বন্ড সুবিধায় তৈরি পোশাকশিল্পের কাঁচামাল ঘোষণায় আসা মদভর্তি গাড়ি দুটি সোনারগাঁও ও নারায়ণগঞ্জ থেকে আটক করে র‍্যাব। পরে তিন দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে আরও তিনটি চালান পরীক্ষা করে মদ উদ্ধার করে কাস্টমস। মোট পাঁচটি চালানে ৫৭ কোটি ৮৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করে। 

সূত্র জানায়, কাস্টমসের এআইআর শাখা থেকে বন্দরের টার্মিনাল ম্যানেজারকে জরুরি ভিত্তিতে এই কনটেইনারটি ফোর্স কিপ ডাউনের জন্য চিঠি দেওয়া হয়। যাতে কায়িক পরীক্ষা শেষে কনটেইনারটি বন্দরের বিশেষ নজরদারি ও নিরাপত্তা হেফাজতে রাখার জন্য অনুরোধ করা হয়েছিল।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা