হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে খাল থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জের একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের নোয়াপাড়া সড়কের হাটখোলা বাড়ির পাশের খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারী তাঁর হাঁস আনতে ওই খালে নামেন। এ সময় কচুরিপানার নিচে চুল দেখতে পেয়ে ভয়ে চিৎকার করেন তিনি। পরে স্থানীয়রা গিয়ে বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাফর আহমেদ গিয়ে লাশ উদ্ধার করেন। ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তারা রাতেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে বলেন, ধারণা করা হচ্ছে, কয়েক দিন ধরে লাশটি খালে পড়ে ছিল। স্থানীয়রা কেউ লাশের পরিচয় জানে না। কেউ মেরে লাশ এখানে ফেলে গেছে কিনা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ আজকের পত্রিকাকে বলেন, নারীর লাশের বেশির ভাগ অংশ পচে গেছে। তাঁর পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার