হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে খাল থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জের একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের নোয়াপাড়া সড়কের হাটখোলা বাড়ির পাশের খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারী তাঁর হাঁস আনতে ওই খালে নামেন। এ সময় কচুরিপানার নিচে চুল দেখতে পেয়ে ভয়ে চিৎকার করেন তিনি। পরে স্থানীয়রা গিয়ে বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাফর আহমেদ গিয়ে লাশ উদ্ধার করেন। ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তারা রাতেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে বলেন, ধারণা করা হচ্ছে, কয়েক দিন ধরে লাশটি খালে পড়ে ছিল। স্থানীয়রা কেউ লাশের পরিচয় জানে না। কেউ মেরে লাশ এখানে ফেলে গেছে কিনা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ আজকের পত্রিকাকে বলেন, নারীর লাশের বেশির ভাগ অংশ পচে গেছে। তাঁর পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল