হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ইতালির নাগরিকের মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ইতালির নাগরিকের মোবাইল ফোন, ক্রেডিট কার্ড ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও উপজেলা ফটিকছড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত মিয়া (২১), মো. রুবেল (২৬), মো. নুরুদ্দীন (৪৫) ও মো. মোমিন (৫০)। 

এর আগে গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন ইতালির নাগরিক ক্রিস্টিনা জেমা। তিনি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। 

ঘটনার সময় ক্রিস্টিনা জেমা দুই বাংলাদেশি তরুণ, তরুণীসহ হেঁটে নগরের জামালখানের দিকে যাচ্ছিলেন। এ সময় চলন্ত অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা ক্রিস্টিনার ব্যাগ টান মেরে নিয়ে যায়। ওই ব্যাগে তাঁর মোবাইল, ক্রেডিট কার্ড ও নগদ ৩০ হাজার টাকা ছিল। 

আজ শুক্রবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা শনাক্ত করা হয়। 

অটোরিকশার পেছনে সিরাতাল মুস্তাকিম লেখাটি পাওয়ায় আমরা দ্রুত কৌশল নির্ধারণ করতে সক্ষম হই। শহরের ১৬ থানা এলাকায় অন্তত ১০০টি গ্যারেজে অভিযান চলে। পরে নগরের চকবাজারের একটি গ্যারেজে রাখা অটোরিকশাটি জব্দ করা হয়। পরে ছিনতাই করা মোবাইল, নগদ ২২ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তাঁরা ভোরে ও সন্ধ্যার পর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন এবং সুযোগ বুঝে ছিনতাই করেন। এই চক্রে আরও সদস্য আছেন, যাঁদের মধ্যে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালক।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল