হোম > সারা দেশ > চাঁদপুর

এ বছর আমরা খুব কঠোর হব: ব্যবসায়ীদের উদ্দেশে চাঁদপুর ডিসি

চাঁদপুর প্রতিনিধি

ব্যবসায়ীদের উদ্দেশে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, ‘সকালে গাছ লাগিয়ে বিকেলে ফল খাওয়ার মন–মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে। আমাদের সবার সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের সচেতনতা ও সহনশীলতার প্রয়োজন।’ 

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডিসি আরও বলেন, ‘ব্যবসায়ী মানে, সব সময় ব্যবসা নয়। দিন শেষে সবাই আমরা ভোক্তা। মোবাইল কোর্ট হচ্ছে তাৎক্ষণিক একটা ব্যবস্থা। আমরা কোনো কোনো ক্ষেত্রে কঠোর হই। আমরা বলেছি, এ বছর আমরা খুব কঠোর হব।’ 

সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাবের সভাপতি সাহাদাত হোসেন শান্ত, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা ক্যাব এর দপ্তর সম্পাদক বিপ্লব সরকার প্রমুখ। 

আলোচনা সভায় ডকুমেন্টারি উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল। আলোচনা সভার আগে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’–এ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি