হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর

কমলার বদলে এল কার্টনভর্তি সিগারেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

কমলালেবুর ঘোষণা দিয়ে আমদানি করা কনটেইনারে পাওয়া গেছে কার্টনভর্তি সিগারেট। ভুয়া ঘোষণা ও ভুয়া নথিপত্রের মাধ্যমে আমদানি করা ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

কাস্টমসের নথি অনুযায়ী, ঢাকাভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন ১৫ মে চট্টগ্রাম বন্দরে আসা একটি চালানে কমলালেবুর কথা ঘোষণা করেছিল। আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।

সংযুক্ত আরব আমিরাত থেকে কমলালেবু আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট লম্বা একটি কনটেইনারে পণ্য আমদানি করে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন। পণ্যের চালানটি খালাস নিতে চট্টগ্রাম কাস্টম হাউসে ১৯ মে বিল অব এন্ট্রি দাখিল করে দিবা ট্রেডিং লিমিটেড।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র এবং ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঘোষণাবহির্ভূত পণ্য থাকার সন্দেহে ২১ মে রাত ২টায় চট্টগ্রাম বন্দরে কনটেইনারটি পরীক্ষা করা হয়। কনটেইনার খুলে ১ হাজার ২৫০টি কার্টনে দুটি ব্র্যান্ডের মোট ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট এবং ৩৮৭ কার্টন ঘোষিত পণ্য হিসেবে ৫ হাজার ৪১৮ কেজি কমলা পাওয়া যায়।

আমদানির নথি অনুযায়ী ১৫ মে চট্টগ্রাম বন্দরে আসে পণ্যের চালানটি। আটক করা পণ্য চালানের বিপরীতে রাজস্বের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। অর্থাৎ আলোচ্য পণ্য চালানটিতে মিথ্যা ঘোষণায় প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনারটি কমলালেবু হিসেবে ঘোষণা করে আমদানি করা হয়েছিল। কমলালেবু আমদানিতে করের হার ৯০ শতাংশ। সিগারেটের ক্ষেত্রে এই হার ৩২০ শতাংশ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত হতে পারে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার কাজী রাইহানুজ জামান বলেন, তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার