হোম > সারা দেশ > কুমিল্লা

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি

ঈদের আগের তিন দিনের ছুটিতে ঘরমুখী মানুষের ভিড়ে আজ শুক্রবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ব্যক্তিগত, যাত্রীবাহী ও মালামাল পরিবহনের যানবাহন চলাচল বেড়েছে। যানবাহনের চাপ বাড়ায় নির্দিষ্ট সময়ে গন্তব্য পৌঁছানো যাচ্ছে না। এতে ভোগান্তিতে যানবাহনের চালক ও যাত্রীরা। ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত যেতেই লাগছে পাঁচ-ছয় ঘণ্টা। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও। নির্বিঘ্নে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কুমিল্লা অংশের ২৯টি পয়েন্টে ব্যবস্থা নেওয়ার কথা বললেও উল্লেখযোগ্য কোনো কার্যক্রম দেখা যায়নি। 

এদিকে মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, পদুয়ার বাজার, সুয়াগাজি, মিয়াবাজারসহ বিভিন্ন বাজার এলাকায় যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করায় যানবাহনগুলো স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। যার ফলে সময়ও লাগছে বেশি। 

যাত্রীরা বলেন, রাস্তার ওপর হাটবাজার থাকা আর মহাসড়কের ওপর যানবাহন থেকে যাত্রী ওঠানামা করানোর ফলে যানজট হচ্ছে। 

এদিকে আগামী বুধবার ঈদের ছুটি শুরু হওয়ার আগে ঘরমুখী মানুষের চাপে যানবাহন আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরপুর এলাকা পর্যন্ত যানজট ছিল, আস্তে আস্তে তা কমে স্বাভাবিক হয়ে আসছে, তবে যানবাহনের ধীর গতি রয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট