হোম > সারা দেশ > কুমিল্লা

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি

ঈদের আগের তিন দিনের ছুটিতে ঘরমুখী মানুষের ভিড়ে আজ শুক্রবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ব্যক্তিগত, যাত্রীবাহী ও মালামাল পরিবহনের যানবাহন চলাচল বেড়েছে। যানবাহনের চাপ বাড়ায় নির্দিষ্ট সময়ে গন্তব্য পৌঁছানো যাচ্ছে না। এতে ভোগান্তিতে যানবাহনের চালক ও যাত্রীরা। ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত যেতেই লাগছে পাঁচ-ছয় ঘণ্টা। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও। নির্বিঘ্নে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কুমিল্লা অংশের ২৯টি পয়েন্টে ব্যবস্থা নেওয়ার কথা বললেও উল্লেখযোগ্য কোনো কার্যক্রম দেখা যায়নি। 

এদিকে মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, পদুয়ার বাজার, সুয়াগাজি, মিয়াবাজারসহ বিভিন্ন বাজার এলাকায় যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করায় যানবাহনগুলো স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। যার ফলে সময়ও লাগছে বেশি। 

যাত্রীরা বলেন, রাস্তার ওপর হাটবাজার থাকা আর মহাসড়কের ওপর যানবাহন থেকে যাত্রী ওঠানামা করানোর ফলে যানজট হচ্ছে। 

এদিকে আগামী বুধবার ঈদের ছুটি শুরু হওয়ার আগে ঘরমুখী মানুষের চাপে যানবাহন আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরপুর এলাকা পর্যন্ত যানজট ছিল, আস্তে আস্তে তা কমে স্বাভাবিক হয়ে আসছে, তবে যানবাহনের ধীর গতি রয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ