হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে কেন্দ্র দখলের অভিযোগ, প্রার্থীসহ আটক ১৬

ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে আজ রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটকে কেন্দ্র করে বেশ কয়েকটি কেন্দ্রের আশপাশসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগে চার মেম্বার প্রার্থীসহ মোট ১৬ জনকে আটক করা হয়। 

সকালে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আবুল কালাম, শওকত জোবায়ের, মো. সোহেল রানা ও মো. সেলিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।  

এ ছাড়া মহামায়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার ২ এজেন্টসহ ১ সহকারী পোলিং অফিসারকে আটক করা হয়। 

একই ইউনিয়নে অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগে দুপুরে নির্বাচন বর্জন করেছেন জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন। 

জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন বলেন, প্রশাসনের চোখের সামনে বহিরাগতরা ভোট গ্রহণ শুরুর আগের রাত থেকে ভোটকেন্দ্র দখল করেছে। এ কারণে ভোটকেন্দ্রে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। 

নুরুল আমিন আরও বলেন, তাঁর অনেক এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন সরকার দলীয়রা। এ ছাড়া ভোটাররা ভয়ে পালিয়ে গেছেন। অনেকে ভোট দিতে পারেননি। 

এদিকে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ভোট গ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করায় মোট ১৬ জনকে আটক করা হয়েছে। 

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুগ্রাম কেন্দ্রের বুথে গোপন কক্ষে প্রবেশ করে প্রার্থীর পক্ষে কাজ করায় পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করা হয়। 

জেলা প্রশাসক বলেন, ‘আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির নজর রেখেছি। এ সময় অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ