হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে কেন্দ্র দখলের অভিযোগ, প্রার্থীসহ আটক ১৬

ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে আজ রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটকে কেন্দ্র করে বেশ কয়েকটি কেন্দ্রের আশপাশসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগে চার মেম্বার প্রার্থীসহ মোট ১৬ জনকে আটক করা হয়। 

সকালে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আবুল কালাম, শওকত জোবায়ের, মো. সোহেল রানা ও মো. সেলিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।  

এ ছাড়া মহামায়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার ২ এজেন্টসহ ১ সহকারী পোলিং অফিসারকে আটক করা হয়। 

একই ইউনিয়নে অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগে দুপুরে নির্বাচন বর্জন করেছেন জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন। 

জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন বলেন, প্রশাসনের চোখের সামনে বহিরাগতরা ভোট গ্রহণ শুরুর আগের রাত থেকে ভোটকেন্দ্র দখল করেছে। এ কারণে ভোটকেন্দ্রে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। 

নুরুল আমিন আরও বলেন, তাঁর অনেক এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন সরকার দলীয়রা। এ ছাড়া ভোটাররা ভয়ে পালিয়ে গেছেন। অনেকে ভোট দিতে পারেননি। 

এদিকে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ভোট গ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করায় মোট ১৬ জনকে আটক করা হয়েছে। 

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুগ্রাম কেন্দ্রের বুথে গোপন কক্ষে প্রবেশ করে প্রার্থীর পক্ষে কাজ করায় পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করা হয়। 

জেলা প্রশাসক বলেন, ‘আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির নজর রেখেছি। এ সময় অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা