হোম > সারা দেশ > নোয়াখালী

ধর্ষণে পর অন্তঃসত্ত্বা যুবতী, বিয়ের করতে বলায় পিটিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক এক নারীকে (২২) একাধিকবার ধর্ষণের পর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীকে বিয়ে করতে বলায় আসামি রোমান (৩৫) ও তাঁর পরিবারের লোকজন ওই নারীকে পিটিয়ে জখম করেছেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

আসামি রোমান হাজীপুর ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর পারিবারিক সমস্যা থাকায় প্রায় সময় মা, বাবা ও বড় ভাইয়েরা বাড়ির বাইরে থাকতেন। তিনি তাঁর ছোট তিন ভাইকে নিয়ে বাড়িতে থাকতেন। এই সুযোগে ঈদুল ফিতরের পর থেকে ভয় দেখিয়ে প্রায় রাতে ভুক্তভোগীর শয়নকক্ষে ঢুকে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করতেন রোমান। এ ঘটনার এক মাস পর ভুক্তভোগীর মা বাড়িতে এলে বিষয়টি তাঁকে জানানো হয়।

পরে ভুক্তভোগীর মা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও রোমানের পরিবারকে অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের কয়েক দফায় মারধর করেন রোমন ও তাঁর পরিবারের লোকজন। বর্তমানে ভুক্তভোগী তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় রোমানকে বিয়ের জন্য বলা হয়। এতে রোমানের পরিবারের লোকজন ভুক্তভোগী ও তাঁর পরিবারকে বাড়ি ছাড়ার জন্য এবং থানায় কোনো অভিযোগ দিলে হত্যা করবেন বলে হুমকি দিতে থাকেন। এরই জেরে গতকাল বিকেলে ভুক্তভোগী ওই নারী ঘরের পাশের পুকুরঘাটে কাজ করার সময় রোমন ও তাঁর ভাই রুবেল এসে তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে জখম করেন। পরে ভুক্তভোগীর পরিবারের লোকজন আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ