হোম > সারা দেশ > চট্টগ্রাম

মামলা করে আবার আসামির পক্ষে জামিন চাওয়ায় বাদীর হাজতবাস

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে মামলার আসামি করে পরে ওই আসামিদের পক্ষে হলফনামা দেওয়া ও জামিন চাওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজের একটি আদালতে এ ঘটনা ঘটেছে।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ৫ ঘণ্টা হাজতবাসের পর মুচলেকা দিয়ে পরে মুক্তি পান ওই বাদী।

আইনজীবী আশরাফ বলেন, জেলা ও দায়রা জজ আদালতে হাটহাজারী থানার একটি মামলায় গ্রেপ্তার আসামি আবুল মনসুর ও মো. হাসানের জামিনের আবেদন করা হয়েছিল। কয়েক মাস আগে এই দুজনসহ ৩১ জন আসামি জড়িত নন বলে দাবি করে একটি হলফনামা দিয়েছিলেন মামলার বাদী তসলিমা আক্তার।

সরকারি কৌঁসুলি আরও বলেন, সোমবার আদালতে আসামিদের জামিন শুনানির সময় তাঁদের জামিনে আপত্তি নেই বলে জানান বাদী। তখন বিচারক বাদীর কাছে জানতে চান, কেন মামলা করলেন, আবার হলফনামা দিলেন ৩১ আসামির নামে। এখন জামিনে আপত্তি নেই জানালেন। বাদী কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বিচারক বাদীকে হাজতে পাঠানোর আদেশ দেন। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫ ঘণ্টা হাজতবাসের পর বাদী ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না বলে আদালতে লিখিত মুচলেকা দেন। পরে আদালত তাঁকে ছেড়ে দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট হাটহাজারী থানার একটি মামলায় ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল মনসুর এবং মো. হাসান গত ৫ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তার হন।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি