হোম > সারা দেশ > চট্টগ্রাম

মামলা করে আবার আসামির পক্ষে জামিন চাওয়ায় বাদীর হাজতবাস

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে মামলার আসামি করে পরে ওই আসামিদের পক্ষে হলফনামা দেওয়া ও জামিন চাওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজের একটি আদালতে এ ঘটনা ঘটেছে।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ৫ ঘণ্টা হাজতবাসের পর মুচলেকা দিয়ে পরে মুক্তি পান ওই বাদী।

আইনজীবী আশরাফ বলেন, জেলা ও দায়রা জজ আদালতে হাটহাজারী থানার একটি মামলায় গ্রেপ্তার আসামি আবুল মনসুর ও মো. হাসানের জামিনের আবেদন করা হয়েছিল। কয়েক মাস আগে এই দুজনসহ ৩১ জন আসামি জড়িত নন বলে দাবি করে একটি হলফনামা দিয়েছিলেন মামলার বাদী তসলিমা আক্তার।

সরকারি কৌঁসুলি আরও বলেন, সোমবার আদালতে আসামিদের জামিন শুনানির সময় তাঁদের জামিনে আপত্তি নেই বলে জানান বাদী। তখন বিচারক বাদীর কাছে জানতে চান, কেন মামলা করলেন, আবার হলফনামা দিলেন ৩১ আসামির নামে। এখন জামিনে আপত্তি নেই জানালেন। বাদী কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বিচারক বাদীকে হাজতে পাঠানোর আদেশ দেন। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫ ঘণ্টা হাজতবাসের পর বাদী ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না বলে আদালতে লিখিত মুচলেকা দেন। পরে আদালত তাঁকে ছেড়ে দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট হাটহাজারী থানার একটি মামলায় ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল মনসুর এবং মো. হাসান গত ৫ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তার হন।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা