হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে মনজুর হোসেন (৩৫) নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। 

আজ রোববার সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজুর হোসেন উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক। 

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, এলাকায় বালুর ব্যবসা নিয়ে নিজেদের মধ্যে কদিন ধরে ঝামেলা চলছিল। পরে প্রতিপক্ষের লোকেরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। নিহতের হাঁটুর নিচে ও শরীরে তিনটি গুলি করা চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শান্তিনিকেতন এলাকায় যুবলীগ নেতা মনজুর হোসেন তাঁর এক বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ তাঁদের ওপর অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট