হোম > সারা দেশ > চট্টগ্রাম

২০ বছর পর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: দীর্ঘ দুই দশক পর হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আগামীকাল শনিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভার্চ্যুয়াল এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ এইচ এম জিয়া উদ্দিন।

জিয়া উদ্দিন জানান, এরই মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুবার সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। এরপর সীমিত পরিসরে ভার্চ্যুয়ালি সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। সম্মেলন সফল করতে ৫০১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি এবং ১৪টি উপপরিষদ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

আগামীকাল সকালে ভার্চ্যুয়ালি সম্মেলনের উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সম্মেলনে যুক্ত থাকবেন। সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে ২৫০ জন কাউন্সিলর ও ২৫০ জন ডেলিগেট উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, সদস্যসচিব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি ফারুক আমজাদ খান, জমির সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্ত্রবিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, উপপাট ও বস্ত্রবিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক