হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর মৃত্যুর ৭ ঘণ্টা পর স্বামীর মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় স্ত্রী পারুল দাশ (৫০) নিহত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর গুরুতর আহত স্বামী মাখন দাসও (৬২) মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। 

পুলিশ জানিয়েছে, নিহত ওই দম্পতি চট্টগ্রাম মহানগরের পাথরঘাটা এলাকার কালীবাড়ি আসমানি রোডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় বালুবাহী ট্রাক ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২টি সিএনজিচালিত অটোরিকশা এবং ২টি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাযাত্রী ওই দম্পতি গুরুতর আহত হন। এ ছাড়া মো. জামাল (২৫) নামের এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হন।

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে গুরুতর আহত পারুল দাশ মারা যান এবং আহত বাকি ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারুল দাশের স্বামী মাখন দাসও মারা যান।

এদিকে এই ঘটনায় নিহত পারুল দাশের ভাই দিলিপ দাশ বাদী হয়ে গতকাল রোববার রাতেই চন্দ্রঘোনা থানায় অজ্ঞাত চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই চালক পলাতক রয়েছেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ